Top Header
Author BartaLive.com
তারিখ: ২৩ জুন ২০২৫, ০৬:৫২ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-ইরান যুদ্ধের সম্ভাবনায় অস্ট্রেলিয়ান ভ্রমণকারীদের জন্য নতুন সতর্কতা

News Image

মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনা ছুটির মৌসুমে আকাশপথে বিপদের আশঙ্কা তৈরি করেছে। এর জেরে অস্ট্রেলিয়ান ভ্রমণকারীদের ভ্রমণ বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির শীর্ষ ভ্রমণ উপদেষ্টা সংস্থা স্মার্টট্রাভেলার

সোমবার জারি করা নতুন সতর্কবার্তায় অস্ট্রেলিয়ানদের শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বজুড়ে তাদের বিমান ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। সংস্থাটি মধ্যপ্রাচ্যের সংঘাতকে “অপ্রত্যাশিত” হিসেবে আখ্যায়িত করে জানায়, সামান্য ইঙ্গিতেই পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে।

এক বিবৃতিতে বলা হয়েছে,

“মধ্যপ্রাচ্যের ট্রানজিট হাবগুলোর চারপাশে আকাশসীমা বন্ধ হওয়ায় বিশ্বব্যাপী ফ্লাইটগুলো প্রভাবিত হতে পারে। এতে ফ্লাইট বিলম্ব বা বাতিলের ঝুঁকি বাড়ছে।”

এছাড়াও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে:

“আপনার গন্তব্য যদি মধ্যপ্রাচ্যে না-ও হয়, তবুও আপনার ভ্রমণ পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। সংঘাত আরও তীব্র হলে আপনি হয়তো অঞ্চলটি ত্যাগ করতেও পারবেন না।”

বিশ্লেষকদের মতে, প্রতিশোধমূলক হামলা এবং উত্তেজনার নতুন ঢেউয়ের সম্ভাবনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া থেকে ইউরোপগামী বিমান সংস্থাগুলোর মধ্যে অনেকে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের আকাশপথ এড়িয়ে বিকল্প রুট গ্রহণ শুরু করেছে। ইউরোপের গ্রীষ্মকালীন মৌসুমে শীত থেকে বাঁচতে অনেক অস্ট্রেলিয়ান ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেই সময়েই এই চ্যালেঞ্জটি সামনে এসেছে।

কাতার এয়ারওয়েজ নিশ্চিত করেছে যে চলমান পরিস্থিতির কারণে কিছু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে, যাতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করা যায়।

Watermark