Top Header
Author BartaLive.com
তারিখ: ২৩ জুন ২০২৫, ০৭:১৬ অপরাহ্ণ

জুবাইদা রহমান ভোটার তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়ায়

News Image

জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করল ইসি, ভোটার তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়ায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ভোটার তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছেন। নির্বাচন কমিশনের (ইসি) হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় জুবাইদার তথ্যও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।

জানা গেছে, ২০০৮ সালে প্রথমবারের মতো যখন ছবিসহ ভোটার তালিকা তৈরি করা হয়, তখন তারেক রহমান ও জুবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছিলেন। ওই বছরের ১১ সেপ্টেম্বর এই দম্পতি লন্ডনের উদ্দেশে বাংলাদেশ ছেড়ে যান এবং তারপর থেকে দেশে ফেরেননি, ফলে তাঁরা ভোটার তালিকায়ও অন্তর্ভুক্ত হননি।

তবে গত ৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার সময় জুবাইদা রহমানও তাঁর সঙ্গে দেশে আসেন। ঢাকায় আসার পর ঈদুল আজহার আগেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাঁর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেন এবং নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে, ৫ জুন তিনি আবার লন্ডনে ফিরে যান।

এই বিষয়ে জানতে চাইলে ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে।”

ইসি সূত্র জানায়, তথ্য সংগ্রহ এবং নিবন্ধন সম্পন্ন হলেও, চূড়ান্তভাবে নাম অন্তর্ভুক্ত হবে পুরো হালনাগাদ কার্যক্রম শেষে। নিয়ম অনুযায়ী, আগামী বছরের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা এবং ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা রয়েছে। তবে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলে, সময়সূচি এগিয়ে এনে আগে চূড়ান্ত তালিকা প্রকাশের চিন্তাভাবনা করছে ইসি।

পেশায় চিকিৎসক জুবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। তিনি এখনো রাজনীতিতে সক্রিয় নন, তবে তাঁর সম্ভাব্য প্রার্থিতা ঘিরে সিলেট বিএনপিতে আলোচনা তৈরি হয়েছে। তিনি দেশে আসার পর সিলেট বিএনপির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল করা হয় এবং নগরজুড়ে পোস্টারিং হয়। কিছু বেনামি পোস্টারে তাঁকে ‘সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে’।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে ভোটার হওয়া বাধ্যতামূলক। আর একজন ভোটার দেশের যেকোনো আসন থেকে প্রার্থী হতে পারেন।

Watermark