সাবেক এমপি জিয়াউর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা হচ্ছে, সম্পদের খোঁজে তদন্তে স্ত্রী কাশমেরী বেগমও
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শুধু তাই নয়, তাঁর স্ত্রী মোসা. কাশমেরী বেগমকেও সম্পদের হিসাব দিতে বলেছে দুদক।
আজ সোমবার (২৩ জুন) দুদক তাদের প্রধান কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
দুদকের ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান সরকারি চাকরির সময়ে অসাধু উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৮ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করেন, যার কোনো বৈধ উৎস নেই। পাশাপাশি, তাঁর নিজের নামে ও কয়েকটি প্রতিষ্ঠানের নামে পরিচালিত পাঁচটি ব্যাংক হিসাবে প্রায় ১০ কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫ কোটি টাকার বেশি জমা এবং প্রায় ৫ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।
এদিকে তাঁর স্ত্রী কাশমেরী বেগমের বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। দুদক বলছে, তাঁর নামে ও বেনামে ৫২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। এমনকি তাঁর নামে আরও সম্পদ থাকার সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। এজন্য তাঁকে সম্পদের বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদক বলছে, তদন্তের পর আইনি প্রক্রিয়ায় পদক্ষেপ নেওয়া হবে।