Top Header
Author BartaLive.com
তারিখ: ২৩ জুন ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ণ

দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন ভেরিয়েন্ট ‘এক্সএফজি’ শনাক্ত

News Image

দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। আগের দিন (রোববার) মৃত্যু হয়েছিল ৫ জনের। চলতি জুন মাসেই এখন পর্যন্ত মোট ১৯ জনের মৃত্যু হয়েছে—যা ২০২৪ সালের এ পর্যন্ত সর্বোচ্চ।

আজ সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

📊 নমুনা পরীক্ষায় ১৯ জন শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ৪০৬টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৮ শতাংশ।

মারা যাওয়া তিনজনের বয়স ৬১ থেকে ১০০ বছরের মধ্যে, তাঁদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তাঁরা সবাই ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দা ছিলেন।

🦠 দেশে করোনার নতুন ধরন: XFJ ও XFC

সাম্প্রতিক এক গবেষণায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) জানিয়েছে, দেশে করোনার নতুন দুটি ধরন শনাক্ত হয়েছে—XFJ এবং XFC। এই দুই ধরনই অমিক্রনের JN.1 ভেরিয়েন্টের উপধরন, যা তুলনামূলক বেশি সংক্রমণক্ষম বলে মনে করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে JN.1 ধরনকে ‘ভেরিয়েন্ট অব ইন্টারেস্ট’ ঘোষণা করেছিল। বাংলাদেশে এই ভেরিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২০২৪ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে।

📅 করোনার সংক্ষিপ্ত পটভূমি

📌 সতর্ক থাকার আহ্বান

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ধরন ছড়ানোর ঝুঁকির কারণে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জনসমাগমে মাস্ক ব্যবহার, নিয়মিত হাত ধোয়া এবং স্বাস্থ্যবিধি মানা এখনো কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।


🔔 সর্বশেষ করোনা আপডেট জানতে চোখ রাখুন Bartalive.com এ

Watermark