Top Header
Author BartaLive.com
তারিখ: ২৪ জুন ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ

আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল হামলা, আহত ২

News Image

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। সোমবার রাত ১০টা ৪০ মিনিটে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে এনসিপির দুই নেতা-কর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এনসিপির ভাষ্যমতে, দলটির সদস্যসচিব আখতার হোসেন রূপায়ণ টাওয়ারের কার্যালয় থেকে নিচে নামলে তাঁকে ঘিরে প্রায় ৫০-৬০ জন নেতা-কর্মী অবস্থান করছিলেন। এ সময় বাংলামোটর মোড়ের সিগন্যাল ছাড়ার পর হঠাৎ একটি সাদা রঙের হাইয়েস গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলটি বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই গাড়িটি দ্রুত স্থান ত্যাগ করে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, ককটেলটি সরাসরি কারও শরীরে না লাগলেও কাছাকাছি জায়গায় বিস্ফোরিত হওয়ায় এনসিপির শ্রমিক উইংয়ের সংগঠক শফিকুল ইসলাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারীবাগ থানা শাখার জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সুমন হোসেন আহত হয়েছেন। এনসিপি কার্যালয়ের কর্মচারী মনিরও সামান্য আহত হন।

এই হামলার প্রতিবাদে রাত পৌনে ১২টার দিকে এনসিপি তাৎক্ষণিকভাবে বাংলামোটর মোড়ে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়।

Watermark