নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে ১৪৭টি নতুন রাজনৈতিক দল। এর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নাকফুল বাংলাদেশ, বাংলাদেশ সলুশন পার্টি, বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি এবং বাংলাদেশ বেকার সমাজ (বাবেস)-এর মতো ব্যতিক্রমী নামধারী দলও।
ইসি জানায়, দুই দফায় আবেদন গ্রহণের সময়সীমায় প্রথমে ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল আবেদন করে। পরে কিছু দলের অনুরোধে সময়সীমা দুই মাস বাড়িয়ে গতকাল রোববার শেষ দিন নির্ধারণ করা হয়। এই দুই মাসে আরও ৮২টি দল আবেদন জমা দেয়। শুধু শেষ দিনেই ৪২টি আবেদন জমা পড়ে।
নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ নাগরিক কমান্ড, বাংলাদেশ একাত্তর পার্টি, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, বাংলাদেশ ছাত্রজনতা পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ শান্তির দল, এবং বাংলাদেশ মাতৃভূমি দল।
এছাড়া আলোচিত ব্যক্তিদের নেতৃত্বে গঠিত কিছু দলও নিবন্ধনের জন্য আবেদন করেছে। এর মধ্যে রয়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বাধীন জনতা পার্টি বাংলাদেশ, এবং ডেসটিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীনের নেতৃত্বাধীন বাংলাদেশ আম জনগণ পার্টি। সদ্য আত্মপ্রকাশ করা বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি)-ও ইসিতে আবেদন করেছে।
ইসির নিবন্ধন পেলে দলগুলো নিজস্ব প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছে কমিশন।