Top Header
Author BartaLive.com
তারিখ: ২৪ জুন ২০২৫, ০১:২৮ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থান: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই

News Image

নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আগামী ১ জুলাই অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলার একমাত্র হাজির আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাগারে আছেন এবং তাঁকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে, তাঁদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হবে।

এর আগে, ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটর কার্যালয়ে জমা দেয় তদন্ত সংস্থা। যাচাই-বাছাই শেষে ১ জুন আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেন চিফ প্রসিকিউটর, যেটি ট্রাইব্যুনাল একইদিনে আমলে নেয়।

পলাতক দুই আসামিকে আত্মসমর্পণের জন্য ট্রাইব্যুনাল ১৬ জুন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। ১৭ জুন দুইটি জাতীয় দৈনিকে সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এখনো তাঁরা আত্মসমর্পণ করেননি।

Watermark