বিনোদন প্রতিবেদক
দীর্ঘ ৯ বছর ধরে আটকে থাকা টালিউড তারকা দেব অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তির আলো দেখল। আজ প্রকাশিত হয়েছে ছবির বহুল প্রতীক্ষিত ট্রেইলার। এর মধ্য দিয়েই সিনেমাটি ঘিরে আবারও উত্তেজনার পারদ চড়েছে দর্শকমহলে।
২০১৬ সালে শুটিং শেষ হলেও নানা কারণে দীর্ঘদিন মুক্তি পায়নি কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ট্রেইলার, যা মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
ছবির গল্পে এক সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার যাত্রা তুলে ধরা হয়েছে। ট্রেইলার দেখে বোঝা যায়, এটি শুধুমাত্র একটি বিনোদননির্ভর চলচ্চিত্র নয়, বরং সমাজ সচেতনতামূলক ও আবেগঘন থ্রিলারে পরিণত হয়েছে।
এই ছবিতে দেবের বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তাদের রসায়ন দর্শকদের কাছে বরাবরই আকর্ষণীয়, আর এই ছবিও তার ব্যতিক্রম নয়। পাশাপাশি রয়েছেন চূর্ণী গাঙ্গুলি, অনির্বাণ চক্রবর্তীসহ আরও অনেকে।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী মাসে। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
দেব ট্রেইলার প্রকাশের সময় সামাজিক মাধ্যমে লেখেন—
“৯ বছরের অপেক্ষার পর অবশেষে ধূমকেতু উড়ে গেল আপনাদের দিকে। এই ছবি আমার কাছে খুবই বিশেষ। আশা করি, আপনাদেরও ভালো লাগবে।”