আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার সকালে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরানের রাষ্ট্র-অধিভুক্ত সংবাদমাধ্যমগুলো। এই অস্বীকারের মধ্যে দিয়ে তেহরান সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করল।
আধা-সরকারি ইরানি সংবাদ সংস্থা ISNA তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতিতে জানায়,
“ইহুদিবাদী শাসনব্যবস্থার উপর যুদ্ধবিরতির পর অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের যে খবর ছড়িয়েছে, তা ভিত্তিহীন এবং অস্বীকার করা হচ্ছে।”
একই বার্তা দিয়েছে রাষ্ট্র-সংযুক্ত নূর নিউজ-ও।
এর আগেই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানান, ইরান যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে, এবং এর জবাবে ইসরায়েল “শক্ত প্রতিক্রিয়া” জানাবে। তিনি বলেন,
“আমরা তেহরানে তীব্র আক্রমণ চালিয়ে যাব।”
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) প্রধান ইয়াল জামির বলেন,
“ইরানি শাসন কর্তৃক পরিচালিত যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘনের প্রতিক্রিয়ায় আমরা শক্তিশালী পদক্ষেপ নেব।”
একজন আইডিএফ কর্মকর্তা CNN-কে জানিয়েছেন, মঙ্গলবার সকালে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা।
এ ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে, যদিও দুই পক্ষ থেকে ভিন্ন বক্তব্য উঠে এসেছে। ইরান সরাসরি হামলার কথা অস্বীকার করলেও, ইসরায়েল তা নিশ্চিত করে প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে।
সূত্র: CNN, ISNA, Noor News