Top Header
Author BartaLive.com
তারিখ: ২৪ জুন ২০২৫, ০৯:৩০ অপরাহ্ণ

কিংবদন্তির জন্মদিন: লিওনেল মেসি আজ ৩৮ বছরে পা দিলেন

News Image

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নামগুলোর একটি — লিওনেল আন্দ্রেস মেসি আজ তার ৩৮তম জন্মদিন উদ্‌যাপন করছেন।

১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোসারিও শহরে জন্ম নেওয়া এই ফুটবল জাদুকর শুধু একটি দেশের নয়, পুরো বিশ্বের ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তার অসাধারণ নৈপুণ্য ও বিনয়ী ব্যক্তিত্ব দিয়ে।

ছোটবেলা থেকেই প্রতিভার ঝলক

মাত্র পাঁচ বছর বয়সেই মেসি স্থানীয় ক্লাব গ্র্যান্ডোলিতে খেলতে শুরু করেন। পরে নিউওয়েলস ওল্ড বয়েজে যোগ দিয়ে তার ফুটবল প্রতিভা ছড়িয়ে পড়ে।

১১ বছর বয়সে তার হরমোন ঘাটতির চিকিৎসা ব্যয়ভার নেয়ার জন্য এগিয়ে আসে বার্সেলোনা ক্লাব — যা ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়ে ওঠে।

অতুলনীয় ক্যারিয়ার

মেসির ক্যারিয়ারে রয়েছে—

বর্তমানে তিনি ইন্টার মায়ামি ক্লাবে খেলছেন, তবে জাতীয় দলের জার্সি গায়ে এখনও মাঠ মাতাচ্ছেন।

মেসি শুধু ফুটবল নয়, এক অনুপ্রেরণা

মেসি কেবল একজন ফুটবলারই নন, তিনি এক প্রেরণার নাম। সহজ জীবনযাপন, পরিবারের প্রতি ভালোবাসা, এবং খেলার প্রতি শ্রদ্ধা তাঁকে বিশ্ববাসীর প্রিয় করে তুলেছে।

জন্মদিন ঘিরে উদ্‌যাপন

বিশ্বজুড়ে আজ মেসির ভক্তরা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন।
আর্জেন্টিনায় হচ্ছে বিশেষ আয়োজন, আর ইন্টার মায়ামি ক্লাবও তাদের তারকাকে ঘিরে বিশেষ ভিডিও প্রকাশ করেছে।


🎈 শুভ জন্মদিন লিওনেল মেসি — ফুটবলের রাজপুত্র!
তোমার পায়ের জাদু যুগ যুগ বেঁচে থাকুক ⚽👑

Watermark