আগামীকাল, ২৬ জুন (বুধবার) থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২,৫১,১১১ জন পরীক্ষার্থী, যার মধ্যে ৬,১৮,০১৫ জন পুরুষ ও ৬,৩৩,০৯৬ জন মহিলা।
১১টি শিক্ষা বোর্ডের আওতায়—সাধারণ শিক্ষা বোর্ডে ১০,৫৫,৩৯৮ জন, মাদ্রাসা বোর্ডে (আলিম) ৮৬,১০২ জন, এবং কারিগরি বোর্ডে ১,০৯,৬১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। দেশের বাইরে ৮টি কেন্দ্রে পরীক্ষায় বসছেন ২৯৩ জন।
এবার ২,৭৯৭টি কেন্দ্র এবং ৯,৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সুষ্ঠু ও জালিয়াতিমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন।
পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ, এবং ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দকার এহসানুল কবির বলেছেন, “প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে। গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” একইসঙ্গে তিনি অভিভাবকদের কেন্দ্রের আশপাশে ভিড় না করার এবং শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক জানান, রাজশাহী বোর্ডে একটি প্রশ্ন বাতিল করা হয়েছে, তবে বিকল্প প্রশ্ন প্রস্তুত রয়েছে—পরীক্ষায় কোনো বিঘ্ন হবে না।
শিক্ষা মন্ত্রণালয় আশা করছে, সরকারের সব সংস্থার সমন্বয় ও সচেতনতার মধ্য দিয়ে এবারের এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।