চিলির আন্দিজ পর্বতমালায় অবস্থিত ভেরা রুবিন অবজারভেটরি বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী ডিজিটাল ক্যামেরা ব্যবহার করে প্রথমবারের মতো ছবি তুলেছে। ৩২০০ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন এই ক্যামেরায়
ধরা পড়েছে কোটি কোটি দূরবর্তী তারা ও গ্যালাক্সির আলো, যা মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা করেছে।
১৮ তলা সমান উচ্চতার এই বিশাল বিজ্ঞানকেন্দ্রে রয়েছে ৮.৪ মিটার দৈর্ঘ্যের একটি অত্যাধুনিক টেলিস্কোপ এবং একটি গাড়ির আকারের ডিজিটাল ক্যামেরা, যার রেজোলিউশন আইফোন ১৬ প্রোর তুলনায় ৬৭ গুণ বেশি। এটি এমন সব বস্তুর আলো ধরতে সক্ষম, যেগুলো পৃথিবী থেকে প্রায় ১২ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত—যেখানে বর্তমান প্রযুক্তির সীমা ছিল মাত্র ১.৬৩ লক্ষ আলোকবর্ষ পর্যন্ত।
বিশেষজ্ঞরা আশা করছেন, আগামী এক দশকে এই অত্যাধুনিক যন্ত্রটি আমাদের সৌরজগতের অজানা গ্রহাণু, এমনকি সম্ভাব্য নবম গ্রহ পর্যন্ত খুঁজে বের করতে পারবে। এতে জ্যোতির্বিজ্ঞান চর্চায় অভাবনীয় অগ্রগতি হবে।
ভেরা রুবিন ফাউন্ডেশনের চিফ অব স্টাফ ব্রায়ান স্টোন বলেন, “এই অবজারভেটরি আমাদের মহাবিশ্ব সম্পর্কে অতীতে যত তথ্য সংগৃহীত হয়েছে, তার চেয়েও বেশি তথ্য একাই সংগ্রহ করবে।”
বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীরা এই অবজারভেটরির দিকে তাকিয়ে আছেন আশাবাদী চোখে। মহাবিশ্বের অজানা অধ্যায়গুলো উন্মোচনের অপেক্ষায় এখন গোটা পৃথিবী।