Top Header
Author BartaLive.com
তারিখ: ২৫ জুন ২০২৫, ০৬:২৭ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ”তরী বাংলাদেশ” এর পরিবেশ দিবস কর্মসূচি

News Image

বিশ্ব পরিবেশ দিবসে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে “তরী বাংলাদেশে” এর পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও তরী বাংলাদেশ সরাইল শাখার আয়োজনে খোলা আকাশের নিচে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।

দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার সকালে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে আকাশী বিলের পাড়ে (পর্যটন এলাকা) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইনের নেতৃত্বে তরীর অর্ধশতাধিক সদস্য ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

পরে সড়কের পাশে দাঁড়িয়ে “তরী বাংলাদেশ” সরাইল শাখার আহ্বায়ক মোহাম্মদ মাহবুব খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. মোশারফ হোসাইন। তরীর সদস্য সচিব মো. শাহগীর মৃধা-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন—সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ ও তরীর সদস্য মৃধা আহমাদুল কামাল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জব্বার, উত্তর কালিকচ্ছ মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, সুকের পরিচালক মো. মুমিন হোসেন, তরীর সদস্য ও লেখক তালুকদার আবুল কাশেম, উদীচী সরাইল শাখার সভাপতি মো. মোজাম্মেল পাঠান, শিক্ষিকা ও সমাজকর্মী মোছা. নাজমা বেগম, তরীর সদস্য শেখ মো. কামরুজ্জামান সজল, মো. শাকিল আহমেদ ও মো. আমজাদ হোসেন প্রমুখ।

বক্তারা প্লাস্টিক দূষণ ও অপরিচ্ছন্নতার ক্ষতি এবং করণীয় দিকগুলো তুলে ধরেন-


নদীতে প্লাস্টিক বর্জ্য ফেললে কী ধরনের ক্ষতি হয়?

বিশ্বব্যাপী নদীতে ফেলা প্লাস্টিক বর্জ্য একটি মহাবিপর্যয়ের রূপ নিয়েছে। বাংলাদেশের মতো নদীনির্ভর দেশে এটি আরও ভয়াবহ রূপ নেয়। এর ফলে:


করণীয় কী?


সবশেষে, সড়কের দুই পাশে অর্ধশতাধিক গাছের চারা রোপণ করেন তরীর সদস্যরা।

Watermark