Top Header
Author BartaLive.com
তারিখ: ২৬ জুন ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ

কলম্বো টেস্টে বাংলাদেশ ২৪৭ রানে অলআউট, জবাবে সতর্ক শুরু শ্রীলঙ্কার

News Image

বার্তালাইভ.কম ডেস্ক | ২৬ জুন ২০২৫

কলম্বোতে চলমান দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাকি দুই উইকেট হারিয়ে টাইগারদের ইনিংস শেষ হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা দিন শেষে বিনা উইকেটে ২৬ রান সংগ্রহ করেছে।

বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং শুরু করে স্বাভাবিকভাবেই। টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডারে মুশফিকুর রহিম ও লিটন দাস কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। মুশফিক করেন ৪৮ রান, লিটনের ব্যাট থেকে আসে ৪২ রান।

তবে বাংলাদেশকে চাপে ফেলে দেয় শ্রীলঙ্কার তরুণ স্পিনার সোনাল দিনুশা। টেস্ট অভিষেকেই তিনি ২টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন—মুশফিক ও লিটনকে ফেরান তিনিই।

শেষদিকে তায়জুল ইসলাম ও নায়েম হাসানের চেষ্টা সত্ত্বেও ২৪৭ রানের বেশি সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা ভালো সূচনা এনে দেন। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় তাদের সংগ্রহ ছিল ২৬ রান, কোনো উইকেট না হারিয়ে।


📌 সংক্ষিপ্ত স্কোরকার্ড (দিন ২ শেষে):

বাংলাদেশ: ২৪৭ (মুশফিক ৪৮, লিটন ৪২, দিনুশা ২ উইকেট)
শ্রীলঙ্কা: ২৬/০ (নিশাঙ্কা ১৬*, উদারা ১০*)


Watermark