বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে “জুলাই পদযাত্রা” কর্মসূচি ঘোষণা করেছে। আজ (২৯ জুন) দলটির শীর্ষস্থানীয় নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে একযোগে স্ট্যাটাস দিয়ে জানান, ৬৪ জেলায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে পোস্টের নিচে কমেন্টে বলেন,
“সরকার যেহেতু সময়ক্ষেপণ করছে, সেজন্য জুলাই পদযাত্রা শেষে ৩ আগস্ট শহীদ মিনারে এসে আমরা জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করবো।”
নেতারা আরও জানিয়েছেন, জুলাই মাসজুড়ে এই পদযাত্রা চলবে, যার সমাপ্তি ঘটবে ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে।
সেদিন একটি প্রতীকী সমাবেশে পাঠ করা হবে এনসিপি-প্রণীত ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার’, যেখানে বিচারব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।
প্রসঙ্গত, এর আগে সরকার বলেছিল, ৩০ কর্মদিবসের মধ্যে একটি সংশোধিত ঘোষণাপত্র প্রকাশ করবে। কিন্তু সময়সীমা পার হয়ে গেলেও তা প্রকাশ না হওয়ায় এনসিপি নিজেই বিকল্প পথে রূপরেখা উপস্থাপনের সিদ্ধান্ত নেয়।