বার্তালাইভ.কম।। ক্রীড়া ডেস্ক
সংক্ষেপে:
ক্লাব বিশ্বকাপে খেলছেন না রোনালদো
আল-নাসরে থাকছেন আরও দুই বছর
লক্ষ্য: বড় শিরোপা ও ১,০০০ গোল
নজর: শেষ বিশ্বকাপ ২০২৬
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার নতুন সংস্করণের ফিফা ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বিরত থাকছেন।
সৌদি ক্লাব আল-নাসর এবং নিজ দেশের জাতীয় দলের হয়ে সামনে দীর্ঘ মৌসুমকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
রোনালদো বলেন,
“এই মৌসুমটা অনেক দীর্ঘ হতে যাচ্ছে, কারণ বছরের শেষে রয়েছে বিশ্বকাপ। তাই আমি ভালো বিশ্রাম ও প্রস্তুতির দিকেই বেশি গুরুত্ব দিয়েছি। কেবল আল-নাসরের জন্য নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত থাকতে চাই।”
রোনালদো বর্তমানে বয়সে ৪০ পার করলেও থেমে যাওয়ার কোনো লক্ষণ নেই। দুই দিন আগে সৌদি প্রো লিগের দল আল-নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন তিনি। ফলে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এই ক্লাবে থাকার কথা নিশ্চিত।
২০২৬ বিশ্বকাপটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে — সম্ভবত এটি হতে পারে রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ইঙ্গিত দিয়েছিলেন, রোনালদোকে ক্লাব বিশ্বকাপে খেলানোর আলোচনা চলছে, যদিও আল-নাসর সেই টুর্নামেন্টে জায়গা পায়নি।
তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন রোনালদো নিজেই।
“আমি কিছু অফার পেয়েছিলাম ক্লাব বিশ্বকাপে খেলার, কিন্তু আমার মতে তা যুক্তিসঙ্গত নয়। কারণ আমি বিশ্রাম এবং ভালো প্রস্তুতি চাই — বিশ্বকাপের বছরে সেটা খুব জরুরি,” — বলেন তিনি আল-নাসরের পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায়।
জাতীয় দলের পাশাপাশি ক্লাবের জন্যও রোনালদোর লক্ষ্য স্পষ্ট।
তিনি বলেন,
“আমার স্বপ্ন, আল-নাসরের হয়ে বড় কোনো ট্রফি জেতা। আমি এখনও বিশ্বাস করি, সেটা সম্ভব। এ কারণেই দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছি।”
২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মুক্ত খেলোয়াড় হিসেবে আল-নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১০৫ ম্যাচে করেছেন ৯৩ গোল।
রোনালদো এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে করেছেন ৭৯৪ গোল, আর জাতীয় দলের হয়ে ১৩৮ গোল, মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৩২।
তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার দিকেও লক্ষ্য রাখছেন তিনি।