বার্তালাইভ.কম । ক্রীড়া ডেস্ক
এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই দারুণভাবে চমকে দিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে বাছাইপর্বে প্রথম জয়ের স্বাদ পেল পিটার বাটলারের দল।
ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে রোববার ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের সঙ্গে খেলে একের পর এক গোল করেন তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, ঋতুপর্ণা চাকমা, কোহাতি কিসুক, মুনকি আক্তার। আর একটি গোল আসে বাহরাইনের আত্মঘাতী গোল থেকে।
এর আগে পাঁচ ম্যাচের বাছাইপর্বে একবারও জয় পায়নি বাংলাদেশ। তবে এবার অতীত ভুলে দারুণভাবে শুরু করল লাল-সবুজের মেয়েরা।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২ জুলাই স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে, আর শেষ ম্যাচ ৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে।
মিয়ানমার র্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে, আর তুর্কমেনিস্তান ১৪১ নম্বরে। তারা আজ মিয়ানমারের কাছে ৮-০ গোলে হেরেছে।