Top Header
Author BartaLive.com
তারিখ: ৩০ জুন ২০২৫, ০৪:১২ অপরাহ্ণ

ধর্ষণের বিচার চাই

News Image

ধর্ষণের বিচার চাই
বিপুল চন্দ্র রায়

ওরে পাষণ্ড, ওরে শালা ধর্ষক,
মানুষ নামের তুই এক কলঙ্ক!
নারীর সম্মান করিস হরণ,
হোক তোর বিচার, হোক তোর মরণ।

সমাজের চোখে তুই ঘৃণিত কীট,
তোর পাপে কলুষিত মা-মাটি আজ।
নেই তোর কোনো ধর্ম বা জাত,
নরপশু তুই, তুই হায়েনার জাত।

মোদের আজ সবার এক দাবি,
জনসম্মুখে তোর চাই ফাঁসি।
কঠিন শাস্তি আজ হোক বিধান,
ফাঁসির মঞ্চে ঝুলে যাক শয়তান।

সৎ লোক কোথায়?
বিপুল চন্দ্র রায়জ্ঞানীর মেলা, প্রতিভার ছড়াছড়ি দেখি,
সততার মুখ তবু কোথায় যে খুঁজি!
স্বার্থের কোলাহলে সত্য লুকায় রয়,
মিথ্যার জালে পড়ে জীবন যে শুকায়।
কথায় চতুর, লোভে বিবেক দেয় বিসর্জন,
তবুও মুখে কয় তারা নীতিরই বচন।
এক প্রশ্ন কুরে কুরে খায় যে মন,
সৎ লোক কোথায়, কোথায় সে জন?
অন্যায় করেও খোঁজে শুধু মান,
নীতি ভুলে রচে তারা মিথ্যা জয়গান।
যোগ্যতার সাথে যদি সৎ হয় মনপ্রাণ,
তবেই তো গড়বে এ সুন্দর ভুবন

 

Watermark