প্রতি বছরের ৩০ জুন ব্যাংকিং অর্থবছরের শেষ দিন (Account Closing Day)। পরদিন ১ জুলাই হিসাব বছরের প্রথম দিন (Account Opening Day) এবং ব্যাংকগুলো নতুন অর্থবছর শুরু করে এবং অভ্যন্তরীণ প্রস্তুতির জন্য একদিনের Bank Holiday পালন করে। এই দিন ব্যাংকগুলো সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ থাকবে। এই দিন কোনো নগদ লেনদেন, চেক ক্লিয়ারিং, অনলাইন ট্রান্সফার, এটিএম ব্যতীত অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে ব্যাংকের অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, খাতা খোলা, হিসাব ক্লোজিং সংক্রান্ত কার্যক্রম চলবে।
অ্যাপ দিয়ে বিকাশ-টু-বিকাশ, নগদ টু নগদ, ক্যাশ ইন/আউট – এসব স্বাভাবিক থাকবে।
অনেক ব্যাংকের মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সীমিতভাবে কাজ করে।
২ জুলাই ২০২৫ (বুধবার) ব্যাংক খোলা থাকবে। এটা স্বাভাবিক কর্মদিবস — সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, চেক ক্লিয়ারিং, ট্রান্সফার, ক্যাশ লেনদেন চালু থাকবে।