Top Header
Author BartaLive.com
তারিখ: ১ জুলাই ২০২৫, ০৪:২৬ অপরাহ্ণ

স্বৈরাচার যেন কখনো আর মাথা তুলে দাঁড়াতে না পারে- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

News Image

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার “জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি”র আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির সূচনা করেন, যা পুরো জুলাই ও আগস্ট মাসজুড়ে চলবে।

তিনি বলেন, “যে লক্ষ্য নিয়ে তরুণ, ছাত্র, রিকশাচালক, শ্রমিক, সাধারণ জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেই মহান লক্ষ্য বাস্তবায়নে এই মাসব্যাপী অনুষ্ঠানমালা আমাদের আবারও জাগিয়ে তুলবে। এটা শুধুই স্মরণ নয়, বরং একটি নতুন শপথ।”

গণতন্ত্র রক্ষার আহ্বান

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, “এক বছর আগে এই জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন আমাদের গণতন্ত্রের পথ দেখায়। এটি ছিল ফ্যাসিবাদ বিরোধী জাগরণ, নতুন বাংলাদেশ গঠনের ডাক। সে সময় আমরা ১৬ বছর পর আবার বিদ্রোহ করেছিলাম—গণ-অভ্যুত্থানের মাধ্যমে। এই পুনরুত্থান কর্মসূচি আমাদের সেই স্বপ্ন ও সংগ্রামের ধারাবাহিকতা।”

তিনি আরও বলেন, “আমরা এই কর্মসূচি প্রতিবছর পালন করব, যেন স্বৈরাচার কখনো আর মাথা তুলে দাঁড়াতে না পারে। ১৬ বছর অপেক্ষা করার প্রয়োজন যেন আর না হয়।”

শহীদদের প্রতি শ্রদ্ধা ঐক্যের বার্তা

জুলাই অভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, “আমি মাথা নত করে শ্রদ্ধা জানাই সেই সাহসী মানুষদের, যাঁরা নিজের জীবন দিয়ে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন—তরুণ, বৃদ্ধ, নারী, শিশু, কৃষক, শিক্ষক, রিকশাচালক—সবাই।”

তিনি বলেন, “জুলাই মাসকে আমরা ঐক্যের মাস হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। গত বছরের মতো এবারও যেন জাতি ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অভিযাত্রায় অংশ নেয়।”

গণতান্ত্রিক চেতনা জাগ্রত করার অঙ্গীকার

কর্মসূচির লক্ষ্য তুলে ধরে মুহাম্মদ ইউনূস বলেন, “জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক জবাবদিহির দাবি তোলা এবং রক্তের বিনিময়ে অর্জিত এই সময়কে কাজে লাগানোই আমাদের উদ্দেশ্য।”

তিনি বলেন, “আমাদের পথ সহজ নয়, কিন্তু সম্ভাবনা বিশাল। ইতিহাস সাক্ষ্য দেয়—যখন জনগণ জাগে, তখন কোনো স্বৈরশক্তিই টিকতে পারে না। আসুন, এই জুলাই-আগস্টকে করি গণজাগরণের মাস।”

অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বক্তব্য রাখেন। তাঁরা সবাই মাসব্যাপী এই কর্মসূচির সফলতা কামনা করেন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

 

 

 

Watermark