ইউরোপজুড়ে তাপদাহের ভয়াবহ প্রভাব! ফ্রান্সের রাজধানী প্যারিসে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আইফেল টাওয়ারের শীর্ষ বন্ধ, দূষণকারী যানবাহন চলাচল নিষিদ্ধ এবং ইউরোপে তীব্র তাপপ্রবাহের প্রভাবে গতি নিয়ন্ত্রণ করা হয়েছে। দক্ষিণ ইউরোপের দেশগুলোতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ইতালি, স্পেন, জার্মানি ও গ্রীসসহ অন্তত ১০টি দেশে উচ্চ সতর্কতা ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর।
ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্যারিসে জুলাই মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। হাসপাতালগুলোতে গরমজনিত অসুস্থতায় ভর্তির সংখ্যা বেড়ে চলেছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ঝুঁকিতে।
সকল নাগরিককে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি না হলে রাস্তায় বের না হওয়ার অনুরোধ করা হয়েছে।
পানিশূন্যতা, হিটস্ট্রোক এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যাওয়ায় জরুরি ব্যবস্থা নিয়েছে ইউরোপীয় প্রশাসন।
তীব্র গরমে পর্যটকেরা ভোগান্তিতে পড়েছেন। ফ্রান্সের ল্যুভ মিউজিয়াম ও আইফেল টাওয়ার এলাকায় দর্শনার্থীর সংখ্যা অর্ধেকে নেমেছে। গ্রীসে আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ফলেই এই তাপপ্রবাহ আরও ঘন ঘন ও তীব্র হচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।