Top Header
Author BartaLive.com
তারিখ: ১ জুলাই ২০২৫, ০৬:৩১ অপরাহ্ণ

বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন শুরু, কিন্তু সার্ভারে ঢুকতে সমস্যা

News Image

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে অনলাইন আবেদন প্রক্রিয়া আজ সোমবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে। কিন্তু সকাল থেকেই আবেদনকারীরা ওয়েবসাইটে ঢুকতে গিয়ে সার্ভার ডাউন সমস্যার মুখে পড়েছেন।

প্রার্থীদের আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য www.police.gov.bd ওয়েবসাইটে ভিজিট করতে বলা হলেও অনেকেই সেখানে প্রবেশ করতে পারছেন না।

অনেক প্রার্থী অভিযোগ করছেন, পেজ লোড হচ্ছে না বা মাঝপথে ফর্ম আটকে যাচ্ছে। ফলে আবেদন প্রক্রিয়া শুরুতেই ভোগান্তিতে পড়েছেন হাজারো আগ্রহী চাকরিপ্রার্থী।

পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

 

Watermark