Top Header
Author BartaLive.com
তারিখ: ২ জুলাই ২০২৫, ০৪:০৪ অপরাহ্ণ

প্রজ্ঞাপন জারি: ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ছুটি ঘোষণা

News Image

প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দিনটি উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে (সাধারণ ছুটিসহ) উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর তারিখের ০৪.০০.০০০০.৪১৬.২৩.০০২.১৭.৬১৪ নম্বর পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট থেকে প্রতি বছর দিবসটি সরকারিভাবে উদ্‌যাপিত হবে এবং দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি পালন করা হবে।

Watermark