সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ আজ (২ জুলাই) প্রশান্তিপূর্ণভাবে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে।
শ্রীলঙ্কা টসে জিতে বোলিং বেছে নিয়েছে—এখন সময় মিড-অফ ও মিড-ওভারে প্রতিরোধ গড়ে তুলতে ব্যাপক গুরুত্ব হবে।
বাংলাদেশ দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হিসেবে, আর অভিজ্ঞদের (মুশফিক, মাহমুদুল্লাহ) অনুপস্থিতিতে লিটন দাস, টাসকিন, মুস্তাফিজুর ও জাকের আলী একাধিক জায়গায় দায়িত্ব বণ্টন করছে ।
বর্তমানে শ্রীলঙ্কা দাঁড়িয়েছে ২৯.৫/৫০ ওভারে ১৪৩/৪
তাসকিন আহমেদ এবং তানভীর ইসলাম খুলে আক্রমণ করে শ্রীলঙ্কা খেলার নিয়ন্ত্রণে রাখতে প্রয়াস