বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২০২৫ সালের বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরুষ ও মহিলা প্রার্থীদের জন্য একাধিক পদে আবেদন গ্রহণ শুরু হবে ৪ জুলাই ২০২৫, চলবে ১৩ জুলাই ২০২৫ পর্যন্ত।
আবেদন শুরু: ৪ জুলাই ২০২৫
আবেদনের শেষ সময়: ১৩ জুলাই ২০২৫, রাত ১২টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইন (https://joinborderguard.bgb.gov.bd)
বয়স: ১৮–২৩ বছর (জন্মতারিখ ৪ আগস্ট ২০০২ থেকে ৩ আগস্ট ২০০৭)
বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান, নির্দিষ্ট ক্ষেত্রে এইচএসসি বা ডিপ্লোমা
শারীরিক যোগ্যতা (পুরুষ):
উচ্চতা: ৫ ফুট ৬ ইঞ্চি
ওজন: ন্যূনতম ৪৯.৮৯ কেজি
দৃষ্টিশক্তি: ৬/৬
সাঁতার জানা আবশ্যক
নিম্নলিখিত কারিগরি ও প্রশাসনিক পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে (শুধু নির্বাচিত কিছু):
ড্রাইভার (চালক)
মিস্ত্রি/পেইন্টার/কারিগরি সহকারী
হিসাব সহকারী
ক্যাশিয়ার
টাইপিস্ট-কাম-কম্পিউটার অপারেটর
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পিয়ন, নিরাপত্তা প্রহরী, বাবুর্চি, মালি, পরিচ্ছন্নতা কর্মী ইত্যাদি
প্রতিটি পদের জন্য নির্ধারিত বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লিখিত রয়েছে।
১ থেকে ৫ নম্বর গ্রেডের পদের জন্য: ১১২ টাকা
৬ থেকে ২৩ নম্বর পদের জন্য: ৫৬ টাকা
ফি জমা দিতে হবে মোবাইল ব্যাংকিং/নগদ/বিকাশ মাধ্যমে।
অনলাইনে আবেদনপত্র পূরণের পর OTP কোড ও নির্দিষ্ট প্রমাণপত্র সাবমিট করতে হবে।
ফিজিক্যাল ফিটনেস টেস্ট, লিখিত পরীক্ষা, ডোপ টেস্ট সহ একাধিক ধাপে প্রার্থী বাছাই হবে।
Fasting Sugar, HBsAg, Anti-HCV, Dope Test (Urine) প্রমাণ করতে হবে।
“প্রত্যেক প্রার্থীকে নিজ দায়িত্বে আবেদন করতে হবে এবং কোনো দালালের মাধ্যমে আবেদন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে।”