বার্তালাইভ.কম । বিনোদন
K-pop সেনসেশনদের বিরতির অবসান ঘোষণা, মিলেছে ভক্তদের বহু প্রতীক্ষিত সুসংবাদ
বিশ্বখ্যাত কেপপ ব্যান্ড বিটিএস (BTS) অবশেষে ঘোষণা করলো তাদের বহু প্রতীক্ষিত ‘রিইউনিয়ন’ বা পুনর্মিলনের খবর। ২০২৬ সালের বসন্তে তারা নিয়ে আসছে একটি নতুন অ্যালবাম এবং একইসঙ্গে শুরু করবে একটি বিশ্বভ্রমণ কনসার্ট ট্যুর, যা হবে গত চার বছরের মধ্যে প্রথম।
সদস্য জিন, আরএম, ভি, জিমিন, জে-হোপ, জাংকুক ও সুগা মঙ্গলবার ‘উইভার্স’ (Weverse) নামের অনলাইন ফ্যান প্ল্যাটফর্মে একসঙ্গে লাইভে এসে এ ঘোষণা দেন। এই প্রথম তারা সাতজন একসঙ্গে লাইভে এলেন ২০২২ সালের সেপ্টেম্বরের পর।
তারা বলেন,
“আমরা আগামী বছরের বসন্তে নতুন বিটিএস অ্যালবাম প্রকাশ করবো। জুলাই থেকে আমরা সাতজন একসঙ্গে নতুন গান তৈরির কাজ শুরু করব। এটি একটি গ্রুপ অ্যালবাম হবে যেখানে প্রতিটি সদস্যের ভাবনা ও আবেগ প্রতিফলিত হবে। আমরা এমন মনোভাব নিয়ে অ্যালবাম বানাচ্ছি, যেমনটা আমাদের শুরুর দিনে ছিল।”
নতুন এই অ্যালবামটি হবে ২০২২ সালের অ্যান্থলজি অ্যালবাম “Proof”-এর পর প্রথম পূর্ণাঙ্গ রিলিজ। এর আগে ২০২১ সালে ছিল জাপানিজ কম্পিলেশন “BTS, The Best”, এবং ২০২০ সালের শেষ স্টুডিও অ্যালবাম “Be”।
তারা এই মাসেই যুক্তরাষ্ট্রে গিয়ে গান তৈরির প্রাথমিক কাজ শুরু করবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অ্যালবামের পাশাপাশি ঘোষণা করা হয়েছে একটি বিশ্বব্যাপী কনসার্ট ট্যুর— যা ২০২2 সালের পর প্রথম। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা লাখো ভক্তদের জন্য এটি এক বিশাল উপহার।
এই ঘোষণার পেছনে রয়েছে আরেকটি বড় ঘটনা— বিটিএস সদস্যদের সেনাবাহিনী থেকে ফিরে আসা। দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী, সব ১৮-২৮ বছর বয়সী সক্ষম পুরুষকে বাধ্যতামূলকভাবে ১৮-২১ মাসের সামরিক সেবা করতে হয়।
জিন সর্বপ্রথম ভর্তি হয়ে ২০২৪ সালের জুনে অবমুক্ত হন।
জে-হোপ অবমুক্ত হন অক্টোবর ২০২৪-এ।
সম্প্রতি আরএম, ভি, জিমিন ও জাংকুক সেনা দায়িত্ব শেষ করে ফিরে এসেছেন।
অন্যদিকে সুগা সামরিক বিকল্প হিসেবে সামাজিক সেবা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
যদিও দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী ক্রীড়াবিদ ও ধ্রুপদী শিল্পীদের জন্য বিশেষ ছাড় আছে, কে-পপ তারকাদের তেমন কোনো ছাড় নেই। তবে ২০২০ সালে একটি সংশোধনী আইনে জনপ্রিয় কে-পপ তারকাদের ৩০ বছর বয়স পর্যন্ত সেনাসেবা বিলম্বের সুযোগ দেয়া হয়— যা বিটিএস সদস্যদের কাজে লেগেছে।