বার্তালাইভ.কম।। বিনোদন
নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক প্রকাশিত, ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে
অবশেষে অপেক্ষার অবসান। পরিচালক নিতেশ তিওয়ারি-র বহুল প্রতীক্ষিত প্রজেক্ট ‘রামায়ণ’-এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। প্রযোজক নমিত মালহোত্রা-র নেতৃত্বে প্রকাশিত এই টিজারে রণবীর কাপুর-কে দেখা গেছে ভগবান রাম-এর চরিত্রে, আর কেজিএফ খ্যাত যশ রূপে হাজির হয়েছেন রাবণ হয়ে।
নমিত মালহোত্রা ইনস্টাগ্রামে ‘রামায়ণ’ ছবির প্রথম ঝলক প্রকাশ করে পোস্ট করেছেন।
তিনি লেখেন—
“Ten years of Aspiration. Relentless Conviction to bring the Greatest Epic of all time to the World.
An outcome through a collaboration of some of the world’s best to ensure that Ramayana is presented with the greatest amount of Reverence and Respect.”Welcome to the Beginning.
Let’s Celebrate the IMMORTAL story of Rama v/s Ravana.
Our Truth. Our History.”
প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ঝলকটি। অনুরাগীরা বলছেন,
“এই ভিএফএক্স তো একেবারে হলিউড লেভেল!”
দর্শকদের ভাষায়, এমন দুর্দান্ত ভিজ্যুয়াল কোয়ালিটি ও পারফরম্যান্স আগে কোনো ভারতীয় মাইথোলজিকাল ফিল্মে দেখা যায়নি।
রণবীর কাপুরের রাম রূপ অত্যন্ত শান্ত, সংযত ও দীপ্তিময়। তার তীর-ধনুক হাতে যুদ্ধের দৃশ্য ভক্তদের মনে সৃষ্টি করেছে ভক্তি ও গর্বের মিশ্র অনুভূতি।
রাবণের রূপে যশ যেন দাপুটে ও শক্তির প্রতীক। তার চোখের আগুন, রণমূর্তি ও গর্জন দেখে অনেকেই মন্তব্য করছেন,
“বলিউডে এমন রাবণ আগে কেউ দেখায়নি।”
এই চলচ্চিত্রের ভিএফএক্স ও কালার গ্রেডিং এতটাই নিখুঁত যে অনেকেই মনে করছেন এটি ‘মার্ভেল’ বা ‘লর্ড অব দ্য রিংস’-এর মতো হলিউড ফিল্মের সাথে তুলনীয়।
ছবিটি কবে মুক্তি পাবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট ঘোষণা না এলেও গুঞ্জন চলছে, ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পেতে পারে এই বিশাল বাজেটের মহাকাব্যিক সিনেমাটি।