বার্তালাইভ.কম ।। কুমিল্লা
কুমিল্লার মুরাদনগরের বাংগরা বাজার থানাধীন কড়ইবাড়ি গ্রামে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ এনে এক পরিবারের তিনজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে একজনকে কুপিয়ে এবং দুজনকে পিটিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় আরও একজন নারী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালায়, যা শুরু হয় পারিবারিক ও সামাজিক দ্বন্দ্ব থেকে এবং শেষ হয় গণপিটুনিতে।
স্থানীয়রা জানান, রোকসানার পরিবার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ ছিল এলাকাবাসীর। আগের দিন সন্ধ্যায় স্থানীয়রা একত্রিত হয়ে সিদ্ধান্ত নেয়, পরদিন সকালে ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী মো. মোস্তফা বলেন,
“রুবি আগের দিন একজন মেম্বারসহ কয়েকজনকে মারধর করে। তার পরেই এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে পড়ে। সকালের দিকে বেশ কয়েকজন মিলে ওই বাড়িতে ঢুকে হামলা চালায়।”
অনেকেই বলেন, ঘটনার সময় উভয়পক্ষে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে হত্যা করে।
বাংগরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান প্রথমে সংবাদ মাধ্যমকে জানান—
“মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল পরিবারটির বিরুদ্ধে। প্রাথমিকভাবে জেনেছি, স্থানীয়রা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”
তিনি আরও বলেন,
“আমরা সকালে ঘটনাস্থলে গিয়ে দেখি তিনটি মরদেহ একসঙ্গে পড়ে রয়েছে। মরদেহগুলো উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। অনেকে আশঙ্কা করছেন, এ হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও জটিল হতে পারে।