Top Header
Author BartaLive.com
তারিখ: ৩ জুলাই ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ণ

লিভারপুল তারকা ফুটবলার ডিওগো জোটা সড়ক দুর্ঘটনায় নিহত, সঙ্গে প্রাণ গেল ভাইয়েরও

News Image

স্পেনের জামোরায় ল্যাম্বরগিনি দুর্ঘটনায় দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, ফুটবল দুনিয়ায় শোকের ছায়া

লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের ফরোয়ার্ড ডিওগো জোটা (২৮) এবং তাঁর ছোট ভাই (২৬) স্পেনের জামোরা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতের ঠিক পরেই, যখন তারা একটি ল্যাম্বরগিনি গাড়িতে করে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে এবং দাউ দাউ করে আগুন ধরে যায়, জানায় কাস্তিয়্যা ও লিওনের আঞ্চলিক দমকল বিভাগ।

দমকল বাহিনী জানায়, গাড়িটি দুর্ঘটনার পর সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে যায়। গাড়ির ভিতর থেকে ২৮ ও ২৬ বছর বয়সী দুই পুরুষের পোড়া মরদেহ উদ্ধার করা হয়।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন (FPF) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, নিহতরা হলেন ডিওগো জোটা এবং তাঁর ভাই।
FPF লিখেছে:

“আমরা দুইজন চ্যাম্পিয়নকে হারালাম। তাদের মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা প্রতিদিন তাঁদের স্মৃতি বয়ে নিয়ে যাব।”

স্প্যানিশ পুলিশের পক্ষ থেকে রয়টার্সকে জানানো হয়েছে,

“আমরা এখনো আনুষ্ঠানিকভাবে মৃতদের পরিচয় নিশ্চিত করতে পারিনি, তবে সব প্রমাণই দেখাচ্ছে যে তারা ডিওগো জোটা ও তাঁর ভাই।”

দেহদুটি জামোরা শহরের ফরেনসিক ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য।

ফুটবল কেরিয়ারের ঝলক

Watermark