বার্তালাইভ.কম।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের সঙ্গে টিকটক বিক্রির বিষয়ে আলোচনা সোমবার বা মঙ্গলবার শুরু হবে, এবং এই চুক্তি “প্রায় চূড়ান্ত”।
শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,
“আমার মনে হচ্ছে আমরা সোমবার বা মঙ্গলবার চীনের সঙ্গে কথা বলা শুরু করব – হয়তো প্রেসিডেন্ট শি বা তার কোনো প্রতিনিধি আমাদের সঙ্গে আলোচনা করবেন – তবে আমাদের মধ্যে প্রায় একটি চুক্তি হয়ে গেছে।”
তিনি আরও জানান, তিনি হয়তো চীন সফরে যাবেন অথবা শি জিনপিং যুক্তরাষ্ট্রে আসতে পারেন। গত মাসে দুই নেতা একে অপরকে নিজ নিজ দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
এই বছরের শুরুতে টিকটকের মার্কিন কার্যক্রম নিয়ে একটি চুক্তি তৈরি হচ্ছিল, যাতে মার্কিন বিনিয়োগকারীদের মালিকানায় একটি আলাদা কোম্পানি তৈরি করার কথা ছিল। কিন্তু ট্রাম্পের চীনা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণার পর চীন সেই চুক্তির অনুমোদন না দেওয়ার ইঙ্গিত দেয়ায় তা থেমে যায়।
ট্রাম্প বলেন,
“সম্ভবত আমাদের এই চুক্তি চীনের কাছ থেকে অনুমোদন করাতে হবে। আমি নিশ্চিত না, তবে আমি আশা করি। শি জিনপিংয়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। এই চুক্তি চীনের জন্যও ভালো, আমাদের জন্যও ভালো।”
এ নিয়ে ডেমোক্র্যাট সিনেটর ও সিনেট গোয়েন্দা কমিটির সহ-সভাপতি মার্ক ওয়ার্নার ট্রাম্পের সমালোচনা করে বলেন,
“ট্রাম্প আইন পাশ না করিয়েই নির্বাহী আদেশ দিয়ে টিকটক নিষিদ্ধ বা বিক্রির পথ তৈরি করছেন, যা আইন পাশ করার নিয়মকে এড়িয়ে যাওয়ার চেষ্টা।”
টিকটক এক বিবৃতিতে বলে,
“আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ”
এবং
“আমরা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অফিসের সঙ্গে কাজ চালিয়ে যাব।”
চুক্তিটি এখনো চূড়ান্ত না হলেও, দুই পক্ষ থেকেই ইতিবাচক সঙ্কেত পাওয়া যাচ্ছে।
যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তাহলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার পরিবর্তে একটি মার্কিন মালিকানাধীন রূপে রূপান্তর হতে পারে।
চীনের অবস্থান ও শি জিনপিংয়ের সম্মতি এখন মূল চাবিকাঠি।
সূত্র: দ্যা গার্ডিয়ান