বিনোদন প্রতিবেদক | বার্তালাইভ.কম
সময়ের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও সংবাদ শিরোনামে। তবে এবার আর অভিনয়ের কারণে নয়, ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায় ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিশা স্পষ্টভাবে বলেন, তিনি অবিবাহিত এবং তাঁর কোনো সন্তান নেই। কিন্তু এই বক্তব্যের ঠিক পরদিনই এক ফেসবুক পোস্টে সাংবাদিক ও নির্মাতা জাওয়াদ নির্ঝর দাবি করেন, তিশার অতীত জীবনে গোপন বিয়ে এবং এক পুত্রসন্তানের জন্ম হয়েছিল—যা তিশা এখন অস্বীকার করছেন।
শনিবার (৫ জুলাই) বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি প্রকাশ করেন নির্ঝর।
ছবির ক্যাপশনে নির্ঝর লেখেন:
“সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?”
“তানজিন তিশা দাবি করেছেন, তার আগের বিয়ের খবর এবং সন্তানের খবর মিথ্যা। কিন্তু ছবিগুলো তার মিডিয়ায় আসার আগের। তার সাবেক স্বামী এখন দুবাইতে, আর সেই ঘরে জন্ম নেয়া তিশার পুত্রসন্তান ঢাকায় তার দাদির কাছে থাকে।”
জাওয়াদ নির্ঝর তাঁর পোস্টে আরও দাবি করেন,
“বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্রসন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে পেয়েছিলাম। টক শো-তে তিনি মিথ্যা বলছেন।”
তিনি তিশার উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন:
“তিশা, আপনি প্রমাণ করুন—এই বাচ্চাটি আপনার নয়।”
বর্তমানে পর্যন্ত তানজিন তিশা এই নতুন অভিযোগ বা ছবিগুলোর ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাননি।
তবে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে তিনি দৃঢ়ভাবে বলেন:
“বিয়ে বা সন্তানের যে গুজব ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি যদি বিয়ে করতাম, লুকিয়ে করতাম না। মানুষ যা খুশি বলতেই পারে।”
তানজিন তিশা শোবিজে আসার পর থেকেই বিভিন্ন সহশিল্পীর সঙ্গে সম্পর্ক, প্রেম, ব্রেকআপ, এমনকি গোপন বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছিল দীর্ঘদিন।
এর মধ্যে বেশ কিছু ভাইরাল মুহূর্তে তাঁর উপস্থিতি, বিতর্কিত পার্টি ভিডিও ও প্রেমজটিলতার খবরও আলোচনার জন্ম দেয়। তবে এসব নিয়ে তিশা খুব কমই প্রকাশ্যে মুখ খুলেছেন।
বিনোদন জগতে গুঞ্জন, সত্য ও গুজব মিলে অনেক কাহিনি তৈরি হয়। তবে একজন পাবলিক ফিগারের ব্যক্তিজীবন নিয়ে এমন স্পষ্ট দাবি ও চ্যালেঞ্জ সত্যিই বিরল। এখন দেখার বিষয়—তানজিন তিশা কী এই পোস্টের বিপরীতে আইনি বা গণমাধ্যমে কোনো অবস্থান নেন কি না।