Top Header
Author BartaLive.com
তারিখ: ৬ জুলাই ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী

News Image

বার্তালাইভ.কম । বোয়ালখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক মুদি ব্যবসায়ী। শনিবার (৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে শাকপুরা জাকের আলি কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম দিদারুল আলম (৩৬)। তিনি পশ্চিম শাকপুরা ৩ নম্বর ওয়ার্ডের শেখ আহমদ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে এবং মিলিটারিপুল এলাকায় একটি মুদি দোকান পরিচালনা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছালে ২-৩ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে ছুরিকাঘাত করে এবং সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আহতের ছোট ভাই মাহবুল আলম জানান, “আমার ভাই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়।”

স্থানীয়রা দিদারুল আলমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. তনুজা দে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে শনাক্ত বা আটক করা যায়নি।

Watermark