Top Header
Author BartaLive.com
তারিখ: ৬ জুলাই ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ

হলিউডে নতুন কিছু নেই: পুরোনো যুগের নস্টালজিয়া, রিমেক আর ফ্র্যাঞ্চাইজির দৌরাত্ম্য

News Image

রিপোর্ট: বিনোদন ডেস্ক
হলিউডে যেন ঘুরেফিরে একটাই দৃশ্য—নতুনত্ব নয়, পুরোনোর পুনর্জন্ম। গ্যারেথ এডওয়ার্ডস পরিচালিত সপ্তম জুরাসিক পার্ক সিনেমার ঘোষণা তাই একটুও চমক সৃষ্টি করেনি। বরং তিনি নিজেই বলছেন, এটি মূলত “কারাওকে”—একটি সেন্টিমেন্টাল ক্লোনিং। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি চাইছিলাম এটি যেন এমন একটি চলচ্চিত্র মনে হয়, যা ইউনিভার্সাল স্টুডিও তাদের আর্কাইভে ধুলো ঝেড়ে খুঁজে পেয়েছে, আর ভাবছে, ‘আরে! এটা আমরা কখন বানালাম?’”

নতুন নাম Jurassic World: Rebirth, তবে পুরোনো আবহে ফিরে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলেছে পরিচালকের কথায়। কেবল জুরাসিক নয়, সামগ্রিকভাবে হলিউড যেন ৯০-এর দশকের টাইম মেশিনে চেপে বসেছে।


রিমেকের ঢেউ: নস্টালজিয়ার বাজারে বাম্পার ব্যবসা

আগামী কয়েক সপ্তাহেই মুক্তি পাচ্ছে I Know What You Did Last Summer—পুরোপুরি ১৯৯৭ সালের সিনেমার নামে, সেই পুরোনো গল্প নিয়েই। ফিরে আসছেন সেই সময়ের তারকারাও—জেনিফার লাভ হিউইট ও ফ্রেডি প্রিন্স জুনিয়র। অথচ ২০০৬ সালের সিক্যুয়েলটি পুরোপুরি ‘নন-ক্যানোনিকাল’ বলে বাতিল!

তারপর আসছে The Naked Gun, এবার লিয়াম নিসন পা রাখছেন লেসলি নিলসনের বিখ্যাত চরিত্রে। Olivia Colman ও Benedict Cumberbatch হাজির হচ্ছেন The Roses-এ—১৯৮৯ সালের The War of the Roses-এর রিমেক। এছাড়া Jamie Lee Curtis ও Lindsay Lohan ফিরছেন Freaky Friday-এর সিক্যুয়েল Freakier Friday-এ। ইতোমধ্যেই চলছে 28 Years Later, আর ফিরছে Final Destination: Bloodlines—১৪ বছর পর নতুন কিস্তি।

সাথে যুক্ত হয়েছে নতুন Superman, Fantastic Four, এবং Harry Potter and the Goblet of Fire, The Goonies, Sense and Sensibility, Spinal Tap-এর বিশেষ বার্ষিকী পুনঃপ্রদর্শন।


বিশ্লেষকরা বলছেন, হলিউড এখন মূলত ‘কমফোর্ট ফুড’ পরিবেশনের মেজাজে। বিশ্বব্যাপী সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দর্শকরা চাইছেন পরিচিত গল্প, পরিচিত চরিত্র।
চলচ্চিত্র সাংবাদিক স্টিভেন গেইডস বলছেন, “আমেরিকানরা অতীতেই ফিরতে চায়, যতটা সম্ভব পেছনে। বাস্তবকে না, বরং স্মৃতিকে মোকাবিলা করতে চায়।”

কেন ৯০-এর দশক? কারণ আজকের স্টুডিও নির্বাহীরা তখনই কৈশোর বা যৌবনে পা রেখেছিলেন। গ্যারেথ এডওয়ার্ডস নিজেই আসছে সপ্তাহে ৫০ বছরে পা রাখছেন।


কোভিডের ধাক্কায় বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যায়, যার অর্ধেকই যুক্তরাষ্ট্রে। এর পাশাপাশি ২০২৩ সালের দীর্ঘ লেখক ও অভিনয়শিল্পী ধর্মঘটে কনটেন্ট উৎপাদন থেমে গিয়েছিল। ফলে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো সুযোগ কাজে লাগিয়ে বাজারে নিজেদের দখল আরও শক্ত করেছে। এমন অবস্থায় স্টুডিওগুলো নতুন কিছু নিয়ে ঝুঁকি নিতে চাইছে না।

ডিজনির থিয়েট্রিকাল ডিস্ট্রিবিউশন প্রধান অ্যান্ড্রু ক্রিপস বলেছেন, “দর্শকরা বড় বাজেটের পরিচিত গল্পই চায়—Inside Out 2, Deadpool & Wolverine, Moana 2, Despicable Me 4-এর মতো।”


তবে সব দরজা বন্ধ হয়ে যায়নি। এই গ্রীষ্মে মুক্তি পাচ্ছে কিছু উল্লেখযোগ্য মৌলিক সিনেমা—

এর পাশাপাশি আছে কিছু সাফল্য যেমন:

তবে সমালোচকদের মতে, এই ছবিগুলোও একেবারে মৌলিক নয়। অনেকেই বলছেন, এগুলোও বড় ব্র্যান্ড ও পুরোনো ঘরানার শৈলী থেকে নির্মিত।


সিনেমার মূলধারায় যতই সৃজনশীলতার সংকট চলুক, স্ট্রিমিং প্ল্যাটফর্মে ঠিকই চলেছে সাহসী ও মৌলিক গল্প বলার চেষ্টা।
Baby Reindeer, Adolescence, The White Lotus, Black Mirror—সবই সাহসী গল্প বলার উৎকৃষ্ট উদাহরণ।

স্টিভেন গেইডস বলেন, “Adolescence একসময় হলে হিট হতো। আজ যদি বলি, এটি শিশু অপরাধ ও বিচারব্যবস্থা নিয়ে তৈরি, তাহলে কেউই শুনবে না।”


Jurassic World: Rebirth মাত্র এক সপ্তাহেই ৮২টি দেশে মুক্তি পেয়েছে, আয় করেছে প্রায় ২৬০ মিলিয়ন ডলার। আর সেখানেই শেষ নয়—Nintendo গেম, LEGO সেট, টি-রেক্স টয়, স্কিন কিট, “Big Gulp” কাপে পানীয়, M&M’s-এর বিশেষ সংস্করণ… সব মিলিয়ে একটি সিনেমা মানেই এখন একটি মাল্টি-চ্যানেল প্রোডাক্ট প্যাকেজ।

গেইডসের ভাষায়, “হলিউড এখন আর সিনেমা তৈরি করছে না, তারা তৈরি করছে ভোক্তা পণ্য।”
অর্থাৎ, ভবিষ্যতের সিনেমা শুধু সিক্যুয়েল নয়—এটা হলো একেকটা “স্লারপি”, আর আমরা সবাই সেই ঠান্ডা মিষ্টি পানীয়ের জন্যই ছুটছি।

সূত্র: দ্যা গার্ডিয়ান

Watermark