Top Header
Author BartaLive.com
তারিখ: ৬ জুলাই ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ণ

জাপানি ভাষা শিক্ষার্থীদের ঢল AIUB-তে: JLPT পরীক্ষা অনুষ্ঠিত

News Image

বার্তালাইভ.কম | ঢাকা 
আজ রবিবার (৬ জুলাই) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB) এ অনুষ্ঠিত হলো জাপানিজ ভাষা দক্ষতা পরীক্ষা JLPT (Japanese Language Proficiency Test) এর জুলাই সেশন। সারা বাংলাদেশ থেকে জাপানিজ ভাষা শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিতে ঢাকায় ছুটে আসেন।

বিশেষ করে ঢাকার বাইরের পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই গতকাল শনিবারই ঢাকায় চলে আসেন। কেউ আত্মীয়স্বজনের বাসায়, কেউ বন্ধুর মেসে, আবার কেউ কম খরচে থাকার জন্য বিভিন্ন ছাত্রাবাস বা হোস্টেলে রাত কাটান।

দুপুর ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, AIUB পরীক্ষা কেন্দ্রের সামনের রাস্তায় ছিল চরম যানজট ও ভিড়।
এই সময় N1–N4 লেভেলের পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হচ্ছিলেন, এবং একইসঙ্গে N5 লেভেলের পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছিলেন—ফলে সৃষ্ট হয় দীর্ঘ যানজট ও বিশৃঙ্খল পরিস্থিতি। পরীক্ষাকেন্দ্র ও আশপাশের এলাকায় অতিরিক্ত চাপ তৈরি হয়।

AIUB তে যাওয়ার রাস্তায়

পরীক্ষার্থী (N4) মোহাম্মদ নিপু বলেন,

“কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে ক্যাম্পাস পর্যন্ত কুড়াতলির রোড পুরোপুরি ব্লক ছিল, অনেক জ্যাম। গরমে পরীক্ষার্থী এবং গার্ডিয়ানরা অনেকেই অসুস্থ হয়ে পড়েছে।

কর্তৃপক্ষের উচিৎ JLPT পরীক্ষার দিনগুলোতে রাস্তার ব্যবস্থাপনার দিকে ভালোভাবে নজর দেয়া।”

AL-FATH GLOBAL ACADEMY-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত এক পরীক্ষার্থী বলেন,

“কেন্দ্র পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়েছে। এত ভিড় আর জ্যাম হবে বুঝিনি। বাংলাদেশে এত মানুষ জাপানিজ ভাষা শেখে, সেটা না এলে জানতাম না।”

আরেকজন পরীক্ষার্থী মন্তব্য করেন,

“অনেকেই রেজিস্ট্রেশন করতে পারেনি। মাত্র ৪-৫ দিনেই রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গিয়েছিল। মনে হয় কোটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে গেছে। রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ালে আরও অনেক শিক্ষার্থী অংশ নিতে পারতেন।”

পরীক্ষা শেষে কেন্দ্রের সামনে তৈরি হয় এক অনন্য দৃশ্য।

অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেন্দ্রের আশেপাশে পানির বোতল, ছাতা, খাবার বা নির্দেশনা সহায়তা দেওয়া হচ্ছিল পরীক্ষার্থীদের।

JLPT হচ্ছে জাপানি ভাষা দক্ষতা যাচাইয়ের আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষা, যা প্রতি বছর দুইবার—জুলাই ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। পরীক্ষাটি পাঁচটি লেভেলে (N1–N5) নেওয়া হয়, যেখানে N1 সবচেয়ে উচ্চতর এবং N5 প্রাথমিক লেভেল।

বাংলাদেশে বিশেষত ছাত্রছাত্রীরা জাপানে উচ্চশিক্ষা, স্কলারশিপ ও চাকরির সুযোগ পাওয়ার জন্য JLPT পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন।

পরীক্ষার্থীদের দাবি, আগামী পরীক্ষাগুলোতে যেন—

 

Watermark