Top Header
Author BartaLive.com
তারিখ: ৬ জুলাই ২০২৫, ০৭:২০ অপরাহ্ণ

সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

News Image

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সবুজের প্রতি ভালোবাসা গড়ে তোলা এই কর্মসূচির মূল লক্ষ্য।

রবিবার (৬ জুলাই) সকালে কলেজ চত্বরে নানা প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

এ সময় তিনি বলেন—

“যেকোনো বৃক্ষরোপণ শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের জন্যই উপকারী। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের সকলেরই নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো উচিত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

অনুষ্ঠান শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

 

Watermark