ঢাকা, ৯ জুলাই:
রাজধানীর গাবতলীতে এক নারীকে মারধর ও অ্যাসিড নিক্ষেপের ঘটনায় বাংলা চলচ্চিত্রের খলচরিত্রে পরিচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ৩৫ বছর বয়সী ওই নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালত মামলার প্রাথমিক শুনানি শেষে তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দিয়েছেন এবং আগামী ৬ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম।
আদালতে জমা দেওয়া মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী নিজেকে ডিপজলের একজন ভক্ত হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি বলেন, গত ২ জুন গাবতলীর গরুর হাট এলাকায় অবস্থানকালে এক জটলার মধ্যে তিনি ডিপজলকে দেখতে পান এবং তার সঙ্গে দেখা করতে আগ্রহী হয়ে ওঠেন।
পরে তিনি ডিপজল যে কক্ষে অবস্থান করছিলেন, সেখানে প্রবেশ করেন এবং তার অভিনয়ের প্রশংসা করতে থাকেন। অভিযোগে বলা হয়, ডিপজল এতে বিরক্ত হয়ে ওই নারীকে কক্ষ ত্যাগের নির্দেশ দেন। কিন্তু ওই নারী সেখানেই অবস্থান করতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে ডিপজল তাঁর সহযোগীদের মাধ্যমে ওই নারীকে মারধর করে বের করে দেওয়ার নির্দেশ দেন।
বাদীর ভাষ্যমতে, এরপর ডিপজলের নির্দেশে তাঁর সহযোগীরা নারীটির হাত-পা বেঁধে এলোপাতাড়ি মারধর করেন এবং এক পর্যায়ে তার শরীরে অ্যাসিড নিক্ষেপ করা হয়। পরবর্তীতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
মামলায় ডিপজলের পাশাপাশি আরও একজনকে আসামি করা হয়েছে, যার নাম ফয়সাল এবং যিনি ডিপজলের একান্ত সচিব বলে দাবি করা হয়েছে। বাদী চিকিৎসার যাবতীয় কাগজপত্র ও আহত অবস্থায় নিজের ছবি আদালতে উপস্থাপন করেছেন।
এই অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার প্রকৃত চিত্র উদঘাটনের জন্য সিআইডি তদন্ত শুরু করবে বলে জানা গেছে। আগামী মাসের ৬ তারিখে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে।
এ বিষয়ে এখনো ডিপজল বা তাঁর পক্ষে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।