Top Header
Author BartaLive.com
তারিখ: ৮ জুলাই ২০২৫, ০৩:৪০ অপরাহ্ণ

কায়রোর টেলিকম ভবনে ভয়াবহ আগুন: ৪ জন নিহত

News Image

কায়রো, মিসর
মিসরের রাজধানী কায়রোর একটি গুরুত্বপূর্ণ টেলিকমিউনিকেশন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজন কর্মী নিহত হয়েছেন এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল ঘাফফার মঙ্গলবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

আগুনটি টেলিকম ইজিপ্ট (Telecom Egypt)-এর একটি ডেটা সেন্টারে সোমবার ঘটে, যা পরে নিয়ন্ত্রণে আনা হয় বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। তবে এই দুর্ঘটনার কারণে কায়রো শহরজুড়ে মোবাইল ফোন সংযোগ, ইন্টারনেট ও ডিজিটাল ব্যাংকিং পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।

ইন্টারনেট নেমে আসে ৬২ শতাংশে

বিশ্বব্যাপী ইন্টারনেট নজরদারি সংস্থা Netblocks জানিয়েছে, আগুন লাগার পর মিসরের জাতীয় ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের তুলনায় মাত্র ৬২ শতাংশ-এ নেমে আসে। এ ছাড়া ফোন কল, এটিএম, অনলাইন লেনদেন এবং কিছু ব্যাংকিং সেবাও বন্ধ হয়ে যায়।

ব্যাংকগুলো ঘটনার দিন আগেই বন্ধ হয়ে গেলেও, বাসিন্দারা জানান যে ক্রেডিট কার্ড ও ডিজিটাল ব্যাংকিং-এ সমস্যা দেখা দেয়।

বিকল্প অ্যাম্বুলেন্স নম্বর চালু

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফোন পরিষেবা ব্যাহত হওয়ায় জরুরি অ্যাম্বুলেন্স সেবার জন্য বিভিন্ন প্রদেশে বিকল্প নম্বর চালু করা হয়েছে, যাতে মানুষ মূল হটলাইনের পরিবর্তে সহায়তা পেতে পারে।

ধোঁয়ায় দমবন্ধ হয়ে আহত

আহতদের বেশিরভাগই ধোঁয়ায় দমবন্ধ হয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছেন বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র।

বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত

মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা MENA জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে একটি বিদ্যুৎ শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। তবে পুরো ভবন এবং আশপাশের ছাদে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সেবা পুনরুদ্ধারের আশ্বাস

মিসরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আমর তালাত এক বিবৃতিতে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধাপে ধাপে যোগাযোগ সেবা পুনরায় চালু হবে। টেলিকম ইজিপ্টও এক বিবৃতিতে নিহত কর্মীদের প্রতি গভীর শোক জানায় এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করে।

Watermark