Top Header
Author BartaLive.com
তারিখ: ৮ জুলাই ২০২৫, ০৪:২৫ অপরাহ্ণ

বোয়ালখালীতে অটোরিকশা দুর্ঘটনায় অন্তঃসত্ত্বাসহ আহত ৫

News Image

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ফুলতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে অন্তঃসত্ত্বা নারীসহ পাঁচজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে আরাকান সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালুরঘাটগামী একটি অটোরিকশা যাত্রী নামানোর জন্য দাঁড়ালে পেছন থেকে দ্রুতগতির আরেকটি অটোরিকশা এসে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে উভয় অটোরিকশার যাত্রীরা আহত হন।

আহতদের মধ্যে পেছনের অটোরিকশায় থাকা অন্তঃসত্ত্বা নারী সুমি (২৩) মুখে আঘাত পান। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বোয়ালখালী জেনারেল হাসপাতালের সুপারভাইজার আব্দুর কাদের জানান, “দুপুর আড়াইটার পর এক অন্তঃসত্ত্বা নারীকে মুখে আঘাত নিয়ে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

Watermark