Top Header
Author BartaLive.com
তারিখ: ৮ জুলাই ২০২৫, ০৫:০৫ অপরাহ্ণ

চুরি হওয়া বাস উদ্ধার, গ্রেপ্তার ১

News Image

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী থেকে চুরি যাওয়া একটি যাত্রীবাহী বাস সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মো. শহিদুল ইসলাম কেচোবানী (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

গ্রেপ্তার শহিদুল ইসলাম বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের খরণদ্বীপ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত মো. রশিদ আলী।

বাসের মালিক কাজল দে জানান, তার ভাই রুবেল দে গত রবিবার (৬ জুলাই) রাত ১১টার দিকে প্রতিদিনের মতো বাসটি কানুনগোপাড়া অগ্রণী ব্যাংকের সামনে রেখে বাসায় যান। কিন্তু সোমবার সকালে এসে তিনি দেখতে পান বাসটি আর সেখানে নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে বোয়ালখালী থানায় জানানো হয় এবং একটি মামলা দায়ের করা হয়।

ওইদিন সকাল ৯টার দিকে কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক সন্দেহজনক আচরণের ভিত্তিতে বাসটি (চট্টমেট্রো ছ-১১-২০৮৪) থামিয়ে চালকসহ জিজ্ঞাসাবাদ করেন। পরে বিষয়টি বোয়ালখালী থানাকে জানানো হলে বাসটি জব্দ করা হয় এবং সন্দেহভাজন শহিদুলকে হেফাজতে নেওয়া হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, “কুমিরা এলাকা থেকে চুরি হওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত শহিদুল ইসলামকে আটক করে থানায় আনা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”

Watermark