Top Header
Author BartaLive.com
তারিখ: ৯ জুলাই ২০২৫, ০২:০২ অপরাহ্ণ

বিবিসির অনুসন্ধানে ৫ই অগাস্ট: যাত্রাবাড়ীতে পুলিশের ভয়াবহ হত্যাকাণ্ড

News Image

বার্তালাইভ.কম ।।
২০২৪ সালের ৫ই অগাস্ট ঢাকার যাত্রাবাড়ীতে ঘটে যাওয়া এক ভয়াবহ পুলিশি সহিংসতার চিত্র সম্প্রতি বিবিসি আই এবং বিবিসি বাংলার যৌথ অনুসন্ধানে প্রকাশ পেয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেদিন পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে ৫২ জন নিহত হন। ঘটনাটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ পুলিশি সহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে।

ঘটনার প্রেক্ষাপট

গত বছরের জুলাই মাসজুড়ে সারাদেশে চলা ছাত্রনেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনের শেষ দিনে—অর্থাৎ ৫ আগস্ট—যাত্রাবাড়ীতে বিক্ষোভকারীদের উপর অতর্কিতে হামলা চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সময়কার ড্রোন ভিডিও, মোবাইল ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বিবৃতি ও সার্বিক প্রমাণ বিশ্লেষণ করে বিবিসির অনুসন্ধান দল এই মর্মান্তিক তথ্য প্রকাশ করেছে।

ঘটনার দিনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন এবং পরে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান। আর ঠিক সেই দিনেই যাত্রাবাড়ীতে ঘটে এই হত্যাকাণ্ড।

প্রমাণ ও পর্যবেক্ষণ

বিবিসির অনুসন্ধান অনুযায়ী, ৫ই অগাস্ট দুপুরে ধারণ করা ড্রোন ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, এরপর নির্বিচারে গুলি চালানো হয়। এতে বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ প্রাণ হারান।

অনুসন্ধান দলের সদস্যরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি শত শত ভিডিও, ছবি এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ করে। অনেক পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন, যারা এখনও স্বজন হারানোর শোক বয়ে বেড়াচ্ছেন।

বাংলাদেশ পুলিশের প্রতিক্রিয়া

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, এই বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর একজন মুখপাত্র জানান,

“জুলাই গণঅভ্যুত্থানের সময় এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে, যেখানে তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বলপ্রয়োগে লিপ্ত হয়েছিলেন এবং আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে অপেশাদার আচরণ করেছিলেন।”

তবে তারা এখনও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ঘোষণা দেয়নি।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা পূর্বেই এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তবে এই প্রথম এতটা বিস্তারিত তথ্যচিত্র এবং নিরপেক্ষ বিশ্লেষণ সামনে এলো, যেখানে হত্যাকাণ্ডের পূর্বাপর ধারাবাহিকতা পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়েছে।

 সূত্র: বিবিসি আই, বিবিসি বাংলা

Watermark