বাংলাদেশের রাজনীতির প্রথাগত দৃশ্যপটে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দলের অধিকাংশ সদস্যই তরুণ—তাদের চোখে স্বপ্ন, কণ্ঠে প্রতিবাদ, আর পায়ে সাহসী পদক্ষেপ। দীর্ঘ আন্দোলনের অভিজ্ঞতা আর মাঠ পর্যায়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তারা আজ এক নতুন রূপরেখা তৈরি করছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে দেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন, সরকারবিরোধী বিক্ষোভ এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর, অনেক তরুণ নেতৃত্ব দৃশ্যপটে উঠে আসে। তাদেরই সংগঠিত রূপ—জাতীয় নাগরিক পার্টি।
এই দাবিকেই সামনে রেখে দলটি ঘোষণা করেছে “জুলাই পদযাত্রা”। লক্ষ্য একটাই—দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন। তারা চায় না কেবল পোস্টার, মিছিল আর টেলিভিশনের বিতর্কে রাজনীতি গড়ে তুলতে। বরং, তারা হেঁটে হেঁটে মানুষের দুঃখ-সুখ জানতে চায়, অনুভব করতে চায় জনগণের না বলা কথাগুলো।
চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা—ইতোমধ্যে কয়েকটি বিভাগে তাদের পদযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। শহরের রাস্তা থেকে গ্রামীণ পাড়া-মহল্লা পর্যন্ত, তারা মানুষের সঙ্গে হাত মেলাচ্ছে, কোলাকুলি করছে, চায়ের দোকানে বসে শুনছে মানুষের আক্ষেপ, স্বপ্ন আর হতাশার কথা। এ যেন এক জীবন্ত সংলাপ, যেখানে রাজনীতি আর জনগণ আবার একত্রিত হচ্ছে।
ফেসবুকে দলটির নেতারা প্রতিদিন পোস্ট করছেন পদযাত্রার ছবি, ভিডিও, সাধারণ মানুষের বক্তব্য—যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। মানুষ যেন দীর্ঘদিন পর রাজনীতিতে সত্যিকারের সম্পর্ক, ছোঁয়া ও মনোযোগ ফিরে পেয়েছে।
এনসিপি’র এই পদযাত্রা অনেককে মনে করিয়ে দেয় বিশ্বের বড় বড় নেতাদের পথচলার কথা—যারা রাস্তায় হেঁটে, দরজায় কড়া নেড়ে, সাধারণ মানুষের কথা শুনে গড়ে তুলেছিলেন গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তি।
এদিকে, যারা এই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চায়, তারা আজ আগ্রহভরে তাকিয়ে আছে—এই পদযাত্রা দিয়ে এনসিপি সাধারণ মানুষের কতটুকু কাছে যেতে পারে, আদৌ একটি শক্তিশালী রাজনৈতিক দল হয়ে উঠতে পারে কিনা। প্রত্যাশা, সংশয় আর কৌতূহলের এই সন্ধিক্ষণে জুলাই পদযাত্রা যেন হয়ে উঠেছে এক সম্ভাবনার প্রতিচ্ছবি।
এনসিপি প্রমাণ করছে, রাজনীতি কেবল ক্ষমতার খেলা নয়—এটি মানুষের কথা শোনার, পাশে দাঁড়ানোর, সাহস দেওয়ার একটি চলমান যাত্রা।
জুলাই পদযাত্রা এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়—এটি হয়ে উঠছে একটি রাজনৈতিক সংস্কৃতির নবজাগরণ, যেখানে তরুণরা নেতৃত্ব দিচ্ছে, এবং মানুষ নতুন করে আশায় বুক বাঁধছে।