টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় ফেনী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ড অধীন চলমান এইচএসসি পরীক্ষার ১০ জুলাইয়ের (বৃহস্পতিবার) দুটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলো হলো:
পদার্থবিজ্ঞান ১ম পত্র
হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা ১ম পত্র
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন জানান, বন্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে, কোথাও শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয়। যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
উল্লেখ্য, কুমিল্লা বোর্ডের অধীনে ৬টি জেলার মধ্যে শুধুমাত্র ফেনী জেলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। জেলার ছাগলনাইয়া, পরশুরাম, ফুলগাজীসহ একাধিক উপজেলার বিদ্যালয়গুলোতে পানি ঢুকে পড়েছে, যার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পরীক্ষামূলক চাপ কমলেও অনিশ্চয়তা বেড়েছে।