Top Header
Author BartaLive.com
তারিখ: ৯ জুলাই ২০২৫, ১১:৩০ অপরাহ্ণ

ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

News Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নির্বাচন ঘিরে সম্ভাব্য চ্যালেঞ্জ ও আইনশৃঙ্খলার বিষয়টি বিবেচনায় রেখে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি শেষ করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রস্তুতির কিছু দিক তুলে ধরেন।

প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনী নিরাপত্তা জোরদারে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডে নতুন করে ১৭ হাজার সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। এসব সদস্যের নিয়োগ ও প্রশিক্ষণ ডিসেম্বরের মধ্যে শেষ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহল থেকে আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা হতে পারে—এমন আশঙ্কায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও দৃঢ় আইন প্রয়োগের জন্য প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন।

Watermark