Top Header
Author BartaLive.com
তারিখ: ১০ জুলাই ২০২৫, ০১:৪২ অপরাহ্ণ

নারকীয় খুন: নারীকে ১১ টুকরো করে হত্যা

News Image

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় ঘটে গেছে এক চরম নৃশংস হত্যাকাণ্ড। নিজ বাসায় স্ত্রীকে হত্যা করে ১১ টুকরো করে ফেলে রেখে পলাতক হয়েছেন এক ব্যক্তি।

ঘটনাটি ঘটে বুধবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে, রৌফাবাদ এলাকার একটি বহুতল ভবনের নবম তলায়। নিহত নারীর নাম ফাতেমা বেগম (৩২)। সন্দেহভাজন হত্যাকারী তাঁর স্বামী মো. সুমন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ধারালো ছুরি ও চাপাতি ব্যবহার করা হয়েছে। খুনের ধরন ছিলো অস্বাভাবিকভাবে ভয়াবহ—শরীরের বিভিন্ন অঙ্গ কেটে ১১টি টুকরো করা হয়, এমনকি কিছু স্থানে হাড় থেকে মাংস আলাদা করে ফেলা হয়েছে। হত্যার পর টুকরোগুলো ফ্ল্যাটের মেঝেতেই রেখে পালিয়ে যায় ঘাতক।

বায়েজিদ থানার ওসি (ভারপ্রাপ্ত) জানান, “ঘটনাস্থল থেকে আমরা একাধিক আলামত সংগ্রহ করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি, এটি পারিবারিক দ্বন্দ্ব থেকে সংঘটিত হতে পারে। স্বামী মো. সুমন ঘটনার পর থেকেই পলাতক। তাঁকেই মূল সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে।”

মরদেহের টুকরোগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে ভবনের সিসিটিভি ফুটেজ ও প্রতিবেশীদের জবানবন্দি নেওয়া হচ্ছে।

ভবনের অন্য ফ্ল্যাটের এক বাসিন্দা জানান, রাতে কোনো ধরনের চিৎকার বা শব্দ শোনা যায়নি। “আমরা ভোরের দিকে পুলিশ আসার পরই জানতে পারি এমন কিছু ঘটেছে। বিশ্বাসই করতে পারছি না,” বলেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নেমেছে। আসামি সুমনকে ধরতে বিভিন্ন জেলায় অভিযান চালানো হচ্ছে। পুলিশ বলছে, দ্রুত সময়ের মধ্যে তাঁকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Watermark