Top Header
Author BartaLive.com
তারিখ: ১১ জুলাই ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ণ

যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান মোল্লা কে গুলি করে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

News Image

খুলনার দৌলতপুরে যুবদলের সাবেক নেতা মাহবুবুর রহমান মোল্লা (৩৮)কে গুলি করে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়ির সামনে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, মাহবুবুর রহমান বাসার সামনে নিজ প্রাইভেট কার পরিষ্কার করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত এসে তাঁকে এলোপাতাড়ি গুলি করে এবং দুই পায়ের রগ কেটে দেয়। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তাদের মধ্যে একজন হেলমেট পরা ছিল, বাকিদের মাথায় কিছু ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। সন্দেহভাজনদের নাম পাওয়া গেছে এবং যাচাই-বাছাই চলছে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের ছাত্ররাজনীতি নিয়ে সংঘর্ষের সময় মাহবুবুর রহমানের হাতে রামদা থাকা একটি ছবি ভাইরাল হয়। পরদিন তাঁকে যুবদল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

Watermark