Top Header
Author BartaLive.com
তারিখ: ১১ জুলাই ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ণ

পাথর মেরে ব্যবসায়ী সোহাগ কে নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী

News Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এই বিক্ষোভ শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ায় শুরু হয় এবং ভিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা দাবি করেন যে, যুবদল নেতাকর্মীরা মিটফোর্ডে চাঁদার দাবিতে ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে মেরে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যাকাণ্ডের পর সোহাগের লাশের ওপর বর্বর নৃত্যও করা হয়। শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ ও ছাত্রসমাজ এই খুনিদের বিচার চায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, “৫ আগস্টের পর থেকে আমরা দেশকে গোছানোর চেষ্টা করেছি, কিন্তু আমাদের পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে একটি মাত্র দল। গত পরশুদিন সোহাগকে হত্যা করা হয়েছে। ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যায়, জাতীয়তাবাদী চাঁদাবাজ দল এক ব্যবসায়ীকে চাঁদা না দেয়ার জন্য পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা কি আবার প্রস্তর যুগে ফিরে গেছি?”

তিনি আরও বলেন, “সারা দেশে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজি, ধর্ষণ এবং খুন করছে। সারা দেশ এখন চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যখন একজন হত্যা হয়, তখন লন্ডন থেকে ফোন আসে, ‘বোন, আমি তারেক বলছি’।”

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনার দলকে আপনি সামলান। আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না, যদি করেন তবে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে।”

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, “সোহাগ হত্যার প্রতিবাদে যেমন ছাত্র বন্ধুরা আন্দোলন করছে, ঠিক একইভাবে আওয়ামী লীগ শাসনামলে প্রতিবাদ করতো। বিএনপি তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না। বিগত ১৬ বছর তারা মজলুম ছিল, কিন্তু মজলুম যদি এখন জালিম হয়ে যায়, আল্লাহর আরশ কেঁপে উঠবে।”

তিনি আরো বলেন, “আমরা এই চাঁদাবাজ সন্ত্রাসীদের বিচার চাই। এই দশ মাসে বিএনপি একশো মানুষকে খুন করেছে। সকল হত্যাকাণ্ডের বিচার চাই।”

আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, “দলকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এখন বিএনপির অনেক নেতাই বিদেশে পালিয়েছেন। তাই তারেক রহমানকে বলবো, লন্ডন অনেক দূরে। পালানোর সময় পাবেন না। তাই নিজের দলকে নিয়ন্ত্রণ করুন, না হলে আপনাদের অবস্থা সেও দলের মতো হবে।”

এভাবে, শিক্ষার্থীরা একযোগে সোহাগ হত্যার বিচার এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

Watermark