Top Header
Author BartaLive.com
তারিখ: ১১ জুলাই ২০২৫, ০৯:২৬ অপরাহ্ণ

ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় দুই নেতাকে আজীবন বহিষ্কার করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

News Image

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাদের দুই নেতাকে আজীবন বহিষ্কার করার ঘোষণা দিয়েছে। শুক্রবার (১১ জুলাই) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— রজ্জব আলী পিন্টু এবং সাবাহ করিম লাকি। বিজ্ঞপ্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া এই বিজ্ঞপ্তিতে সই করেন এবং বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় সোহাগের পরিবারের পক্ষ থেকে করা মামলার এজাহারে যুবদলের সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি নাম উল্লেখ করা হয়। তাদের প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও, যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীকে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো প্রকার শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Watermark