Top Header
Author BartaLive.com
তারিখ: ১২ জুলাই ২০২৫, ১১:০০ পূর্বাহ্ণ

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ-কে হত্যার ঘটনায় ডা. শফিকুর রহমানের তীব্র প্রতিক্রিয়া

News Image

বার্তালাইভ.কম ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ভয়াবহ সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত দুইটি পৃথক বিবৃতিতে তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রথম বিবৃতিতে তিনি রাজধানীর মিটফোর্ডে একজন সাধারণ ব্যবসায়ীর নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উল্লেখযোগ্যভাবে, সোহাগ নামের এক ক্ষুদ্র ব্যবসায়ীকে দিনের আলোয় শত শত মানুষের সামনে পাথর মেরে হত্যা করা হয়, শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে। এই ঘটনা জানার পর, বিদেশে অবস্থানরত ডা. শফিক বলেন, “সব ভাষা হারিয়ে ফেলেছি।” তিনি বলেন, “হে ক্ষতিগ্রস্ত মজলুম পরিবার, আমরা তোমাদের কাছে লজ্জিত। হে ব্যবসায়ী ভাই সোহাগ, তোমার এই পরিণতি হওয়ার আগে সত্যিকারের কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না — এজন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত।”

এই নির্মমতা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান—“হে সমাজ, জেগে উঠো! মানুষ হিসেবে বেঁচে থাকার প্রমাণ দাও। মনে রেখো — আজ তুমি কারো বিপদে চুপ থাকলে, আগামীকাল তোমার ওপর এর চেয়েও বড় বিপদ এলে, তখন তুমি কাউকে পাশে পাবে না।” তিনি সমাজকে অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “ভয় ও সংকোচ উপেক্ষা করে আমাদের সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেই হবে।”

দ্বিতীয় বিবৃতিতে ডা. শফিকুর রহমান দুটি পৃথক সহিংসতার ঘটনাকে সামনে এনে রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়ার মোল্লাবাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে “চরমপন্থী মানসিকতা-সম্পন্ন” বলে আখ্যা দেন তিনি এবং এই জঘন্য হামলাকারীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও দ্রুত শাস্তির দাবি জানান।

একই বিবৃতিতে তিনি খুলনায় যুবদলের বহিষ্কৃত এক নেতাকে রগ কেটে হত্যা করার ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, “প্রকৃত দোষীদের খুঁজে বের করে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।”

তিনি এসব ঘটনায় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই দায়ী করে বলেন, “সামগ্রিক এই অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে হবে। অন্যথায় এর দায় এড়ানো যাবে না।”

ডা. শফিকুর রহমানের এসব বক্তব্যে দেশের সাম্প্রতিক সহিংসতা ও বিচারহীনতার পরিস্থিতির একটি গভীর চিত্র উঠে এসেছে। একইসঙ্গে, তিনি ব্যক্তি ও সমাজ—উভয় পক্ষের কাছে মানবিকতা, জবাবদিহিতা ও সাহসিক প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

Watermark