Top Header
Author BartaLive.com
তারিখ: ১৩ জুলাই ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ

বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় যুবককে কুপিয়ে হত্যা

News Image

নিজস্ব প্রতিবেদক, যশোর
বন্ধুর তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করায় নির্মমভাবে খুন হতে হলো আশরাফুল ইসলাম বিপুল (২৬) নামে এক যুবককে। শনিবার (১২ জুলাই) রাতে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় তাকে কৌশলে ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

বিপুল শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার আখতার হোসেনের ছেলে এবং এসিআই গ্রুপের ডিপোতে শ্রমিক হিসেবে কাজ করতেন। তার পরিবার অভিযোগ করেছে, বিপুলের বন্ধু বাপ্পী—যিনি একসময় মাদকাসক্ত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন—তার স্ত্রী সুমাইয়া তাকে তালাক দেওয়ার পর বিপুলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং পরে বিয়ে করেন। এ বিয়েকে কেন্দ্র করেই বাপ্পী ক্ষিপ্ত হয়ে তাদের উপর একাধিকবার হুমকি, বোমাবাজি ও হয়রানি চালায়।

নিহতের বাবা আখতার হোসেন জানান, পুলিশকে একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার মেলেনি। অবশেষে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে বিপুলকে হত্যা করা হয়।

বিপুলের স্ত্রী সুমাইয়া, যিনি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা, কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, “বাপ্পী বহুবার হুমকি দিয়েছে, বোমাও মেরেছে। আমি বহুবার থানায় অভিযোগ দিয়েছি, কেউ কিছু করেনি। আমার স্বামীকে তারা মেরে ফেলেছে। আমার সন্তানের পিতার হত্যার বিচার চাই।”

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ শাকিরুল ইসলাম জানান, বিপুলের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আগেই ব্যবস্থা নিলে হয়তো এই হত্যাকাণ্ড ঠেকানো যেত। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

Watermark