Top Header
Author BartaLive.com
তারিখ: ১৩ জুলাই ২০২৫, ০৩:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

News Image

বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘণ্টা পর এক বৃদ্ধের মরদেহ খালের পাশে পড়ে থাকতে দেখা গেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় পশ্চিম শাকপুরা শাহ আমানত জামে মসজিদসংলগ্ন একটি খাদ থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

নিহত বৃদ্ধের নাম আব্দুর সবুর (৯০)। তিনি শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুফান আলী মুন্সির বাড়ির বাসিন্দা এবং মৃত খলিলুর রহমানের ছেলে। তার দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, আব্দুর সবুর বয়সজনিত কারণে লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন এবং প্রতিদিন সকালবেলায় হাঁটতে বের হতেন। ঘটনার দিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি ‘মনার বাপের টেক’ এলাকায় হাঁটতে যান। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে পশ্চিম শাকপুরা শাহ আমানত জামে মসজিদের পাশের একটি খালের মুখে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি সংশ্লিষ্টদের জানায়।

শাকপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

“বৃদ্ধ সবুর প্রতিদিন নিয়মিত হাঁটতে যেতেন। আজ সকালে বের হয়ে আর ফেরেননি। সন্ধ্যায় তার মরদেহ পাওয়া যায়।”

মরদেহ উদ্ধার ও মৃত্যুর সঠিক কারণ জানতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। এলাকার মানুষজন এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

Watermark